হোম > সারা দেশ > ঝিনাইদহ

কালীগঞ্জে পেটে রড ঢুকিয়ে যুবককে হত্যা, রক্ষা করতে এসে শ্বশুর আহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে তালেব হোসেন (৩০) নামের এক যুবককে পেটে রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসায় তালেবের শ্বশুরকে পিটিয়ে আহত করা হয়। পূর্ববিরোধের জের ধরে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর বেদেপল্লিতে এ ঘটনা ঘটে।

তালেব হোসেন ওই এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। আহত ব্যক্তির নাম ছবেদ আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিয়েছেন। তাঁর নাম রুবেল।

নিহতের স্বজনদের অভিযোগ, কাশীপুর বেদেপল্লির তালেব হোসেন ও রুবেলের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরোধ ছিল। এরই জেরে ভোররাত সাড়ে ৩টার দিকে তালেবকে তাঁর শ্বশুরবাড়ি থেকে ডেকে ঘরের বাইরে নিয়ে আসেন রুবেল। এরপর তাঁকে রড দিয়ে পেটে একাধিক আঘাত এবং পেটে রড ঢুকিয়ে দেন রুবেল। এ সময় জামাতাকে রক্ষা করতে এলে ছবেদ আলীকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার আজকের পত্রিকাকে বলেন, তালেব হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে হত্যার এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত