হোম > সারা দেশ > খুলনা

জাসদের নেতা-কর্মীদের ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার ফারহা

খুলনা প্রতিনিধি

খুলনা প্রেসক্লাবে জাসদ নেতা-কর্মীদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে জাসদের নেতা-কর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নিউক্লিয়াসের প্রধান সিরাজুল আলম খানের (দাদাভাই) ভাতিজি ব্যারিস্টার ফারহা খান। তিনি বলেছেন, এখন সময় এসেছে সারা দেশে বিভক্ত জাসদের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাসদের ঐক্যের কোনো বিকল্প নেই।

আজ শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে জাসদ নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ফারহা খান এ ঐক্যের ডাক দেন। এতে সভাপতিত্ব করেন দলের প্রবীণ নেতা এম এ আউয়াল।

সভার উদ্যোক্তা ব্যারিস্টার ফারহা খান বলেন, বর্তমানে খণ্ডে খণ্ডে বিভক্তি একসময়ের শক্তিশালী জাসদকে দুর্বল ও অন্যের ওপর নির্ভরশীল করে তুলেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাসদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।

ফারহা খান বলেন, ‘সারা দেশে জাসদের হাজার হাজার কর্মী জেএসডি, জাসদ (ইনু), বাংলাদেশ জাসদের ব্যানারে রাজনীতি করছেন। কিন্তু তৃণমূলের নিষ্ক্রিয় কর্মীরা এসব দেখতে চান না। তাঁরা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আগের মতো একটি শক্তিশালী দল গঠনে আগ্রহী। এর অংশ হিসেবে খুলনা বিভাগে আজ মতবিনিময় সভা হলো।’ একে একে দেশের সব বিভাগে এ ধরনের সভা হবে বলে জানান তিনি।

ব্যারিস্টার ফারহা আরও বলেন, ‘ইতিমধ্যে সারা দেশ থেকে সাড়া পাওয়া গেছে। অচিরেই জাসদের সব নেতা-কর্মীর একটি জাগরণ হবে। আবার দেশে একটি শক্তিশালী দল হিসেবে সিরাজুল আলম খানের (দাদাভাই) ১৪ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাসদের নতুন জন্ম হবে।’

সভায় জাসদ নেতা আ ফ ম মহসীন, এ টি এম মহব্বত আলী, গোলাম মোর্তজা, রফিকুল হক খোকন, আশেক ই এলাহী, ফকির শওকত, দিদারুল আলম, স ম রেজাউল, ইদ্রিস আলী, আব্দুল্লা বিশ্বাস, এম নিজামউদ্দিন, মোস্তাকুজ্জামান, মো. হাসান, মিরাজ হোসেন, ইমরান হোসেন, আরেফিন সুজন, অ্যাডভোকেট মেহেদী ইনসান, রিয়াদ আরেফিন সুজন প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া ইউসুফ আলী ভূঁইয়া, আবু কাজী, মুনসুর আহমেদ, এম এ সবুর, আব্দুর রাজ্জাক, মন্টুসহ খুলনা বিভাগ থেকে শতাধিক নেতা-কর্মী সভায় যোগ দেন।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক