হোম > সারা দেশ > বাগেরহাট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুই বিদেশি জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একসঙ্গে দুটি জাহাজ। এর মধ্যে এম. ভি মিলেনা আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এম. ভি আন্কা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। 

এই জাহাজ দুটি থেকে দুপুর ২টার দিকে একসঙ্গে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাসকৃত এ পণ্য সড়কপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। 

বিদেশি এই জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের খুলনার ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের ১ হাজার ৫১৯ টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম. ভি মিলেনা’। জাহাজটি আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। 

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১ হাজার ৪৫৩ টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে ভানুয়াতু পতাকাবাহী জাহাজ ‘এম. ভি আন্কা স্কাই’। আন্কা স্কাই আজ শনিবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। 

সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান এ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটি নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে। 

উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর এম. ভি ইয়ামাল অরলান আর গত ১৬ সেপ্টেম্বর এম. ভি স্যাপোডিলা জাহাজ রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক