হোম > সারা দেশ > খুলনা

মাগুরার সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি 

গ্রেপ্তার রুবেল। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মীর রুবেল মাগুরা টার্মিনালে অবস্থান করছেন। গতকাল সোমবার রাত ১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, মীর রুবেলের নামে তিনটি মামলা রয়েছে।

মীর মেহেদী হাসান রুবেল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে ২০১৭ সালের ৯ মে নির্বাচিত হন। ২০২২ সালের ১৬ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি (নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলাম হামিদকে সাধারণ সম্পাদক) ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলায় আসামি হিসেবে নাহিদ খান ও হামিদুল ইসলামের নাম রয়েছে। তবে তারা দুজনই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বর্তমানে মীর রুবেল থানা হেফাজতে আছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে