হোম > সারা দেশ > কুষ্টিয়া

নিখোঁজ নারীর লাশ মিলল তামাকখেতে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে তামাকখেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নারীর নাম সন্তোষী বালা দাসী (৪৯)। তিনি একই ইউনিয়নের মশান দাসপাড়া গ্রামের ঝন্টু কুমার দাসের স্ত্রী। এর আগে গতকাল শুক্রবার বিকেলে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুকনা পাতা ও খড়কুটো সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বারুইপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোফাকখার ইসলাম জিন্না খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান রয়েছে তাদের। সেটাই দেখাশোনা করত সে। আর স্বামী দিনমজুরের কাজ করত। এভাবেই তাদের সংসার চলতো। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। পরিবার থেকে জানতে পেরেছি তার কানে স্বর্ণের দুল ছিল। সেটা ছিনিয়ে নিতে গিয়ে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবার থেকে বলা হচ্ছে, নিহতের কানে স্বর্ণের দুল ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় তা পাওয়া যায়নি। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা