হোম > সারা দেশ > কুষ্টিয়া

নিখোঁজ নারীর লাশ মিলল তামাকখেতে

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে তামাকখেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের একটি তামাকখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নারীর নাম সন্তোষী বালা দাসী (৪৯)। তিনি একই ইউনিয়নের মশান দাসপাড়া গ্রামের ঝন্টু কুমার দাসের স্ত্রী। এর আগে গতকাল শুক্রবার বিকেলে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুকনা পাতা ও খড়কুটো সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বারুইপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোফাকখার ইসলাম জিন্না খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান রয়েছে তাদের। সেটাই দেখাশোনা করত সে। আর স্বামী দিনমজুরের কাজ করত। এভাবেই তাদের সংসার চলতো। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। পরিবার থেকে জানতে পেরেছি তার কানে স্বর্ণের দুল ছিল। সেটা ছিনিয়ে নিতে গিয়ে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবার থেকে বলা হচ্ছে, নিহতের কানে স্বর্ণের দুল ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় তা পাওয়া যায়নি। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার