হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে হুন্ডির ১৩ লাখ টাকাসহ এক তরুণকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগরে হুন্ডির ১৩ লাখ টাকাসহ রাজন আহাম্মদ (২২) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির মাধবখালী বিওপির সদস্যরা মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে টাকাসহ তাঁকে আটক করে। 
রাজন আহাম্মদের ওই গ্রামের বাসিন্দা।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাধবখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ ভারতীয় এক নাগরিকের কাছ থেকে হুন্ডির টাকা নিয়ে আসছেন। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল মাধবখালী সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে অবস্থান নেয়। এ সময় রাজন আহাম্মদ পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে বিজিবি সদস্যরা তাঁর কোমরে লুকানো হুন্ডির বাংলাদেশি ১৩ লাখ টাকা জব্দ করেন।’ 

তিনি আরও বলেন, ‘জব্দ করা টাকাসহ রাজনকে থানায় হস্তান্তর করা হবে। বিজিবির সদস্যরা তাঁকে নিয়ে থানার উদ্দেশ্য রওনা দিয়েছেন।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’ 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা