হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে হুন্ডির ১৩ লাখ টাকাসহ এক তরুণকে আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগরে হুন্ডির ১৩ লাখ টাকাসহ রাজন আহাম্মদ (২২) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সকালে বিজিবির মাধবখালী বিওপির সদস্যরা মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে টাকাসহ তাঁকে আটক করে। 
রাজন আহাম্মদের ওই গ্রামের বাসিন্দা।

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘মাধবখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাধবখালী গ্রামের রাজন আহাম্মদ ভারতীয় এক নাগরিকের কাছ থেকে হুন্ডির টাকা নিয়ে আসছেন। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল মাধবখালী সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে অবস্থান নেয়। এ সময় রাজন আহাম্মদ পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে বিজিবি সদস্যরা তাঁর কোমরে লুকানো হুন্ডির বাংলাদেশি ১৩ লাখ টাকা জব্দ করেন।’ 

তিনি আরও বলেন, ‘জব্দ করা টাকাসহ রাজনকে থানায় হস্তান্তর করা হবে। বিজিবির সদস্যরা তাঁকে নিয়ে থানার উদ্দেশ্য রওনা দিয়েছেন।’

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা