হোম > সারা দেশ > মাগুরা

ঘুষ নেওয়ার অভিযোগ: মাগুরায় কাস্টমসের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় একটি ওষুধ কোম্পানির লোকজনকে হয়রানি করার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত দুজন হলেন রাজস্ব কর্মকর্তা মো. বাহারুল ইসলাম ভূঁইয়া ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুহাম্মাদ আল-মনছুর।

গত মঙ্গলবার যশোর ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বরখাস্ত করা হয়।

মাগুরা কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ করেছিলেন মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকার ‘ভিশন ড্রাগস লিমিটেডের’ একজন কর্মকর্তা। পরে বাহারুল ইসলাম ভূঁইয়া চুয়াডাঙ্গা ও মুহাম্মাদ আল-মনছুরকে মেহেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে বদলি করা হয়। মাগুরার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ওই কোম্পানির দেওয়া অভিযোগ পাওয়ার পর ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত দুজনকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়। এরপর অভিযোগের সত্যতা পাওয়ার পর তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করে। অভিযোগগুলো হলো এখতিয়ার-বহির্ভূতভাবে প্রতিষ্ঠানের গাড়ি আটক ও হয়রানি; ভুয়া কেস নথি তৈরি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা। তবে সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

এ ছাড়া ওই দুই কর্মকর্তা মাগুরায় কর্মরত থাকা অবস্থায় সরকারি নিয়মে কর আদায় না করে স্থানীয় ভিশন ড্রাগস লিমিটেড থেকে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়েছেন, যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর সত্যতা পাওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করার সুপারিশ করেছে কমিটি। 

ভিশন ড্রাগস লিমিটেডের পরিচালক ডা. এস এন শিকদার আজকের পত্রিকাকে বলেন, ওই দুই কর্মকর্তা ভিশন ড্রাগস লিমিটেডের একটি পণ্যবাহী গাড়ি আটক করেন। তাঁরা চালকের কাছ থেকে গাড়ির চাবি ও ফোন ছিনিয়ে নেন। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই দুই রাজস্ব কর্মকর্তা দুজন সিপাহি নিয়ে ভিশন ড্রাগস লিমিটেডে যান এবং অভিযানের বিষয়ে কাউকে না জানাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হুমকি দেন। পরদিন সকালে আবার তাঁরা ওই প্রতিষ্ঠানে যান। তখন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজনের স্বাক্ষর নেন এবং এক কোটি টাকা ঘুষ দাবি করেন।

এস এন শিকদার আরও বলেন, ‘তাঁরা একটি মামলার কপি ধরিয়ে দেন। পরে জানলাম, ওটা ভুয়া মামলার কপি। ঘুষের টাকা না দিলে সব পরিচালককে জেলের ভাত খাওয়ানোর হুমকিও দেওয়া হয়। ১৯, ২৬ ও ২৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তা ২০ লাখ টাকা ঘুষ নেবেন বলে কথা চলছিল।’ এক প্রশ্নের জবাবে ভিশন ড্রাগস মাগুরার পরিচালক এস এন শিকদার বলেন, ‘তাঁদের সঙ্গে যোগাযোগ করার মতো পরিস্থিতি এখন নেই। যা অভিযোগ করার তা আমরা কোম্পানি থেকে করার চেষ্টা করেছি। বাকিটা তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তর করবে বলে আমরা আশা করছি।’

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী