মেহেরপুরে গাংনীতে ২৪ হাজার ভারতীয় পটকাসহ সবুজ হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ছাতিয়ান ব্রিকফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক সবুজ হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের মো. শফিউল দফাদারের ছেলে।
বামন্দী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযানে সবুজ হোসেন নামের একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ২৪ হাজার পটকা জব্দ করা হয়েছে। তাঁকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, বামন্দী ক্যাম্প পুলিশ ভারতীয় পটকাসহ একজনকে আটক করেছে বলে জেনেছি। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরে বিক্রির উদ্দেশে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মজুত করার চেষ্টা করছিলেন।