হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় আন্দোলনকারী-আ.লীগ সংঘর্ষে নিহত ১ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাব্বি নামে একজন নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলা ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক। 

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির আজকের পত্রিকাকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহতের ডাক নাম রাব্বী। ধারণা করা হচ্ছে, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। এখনো ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে গেছেন।’ 

নিহত রাব্বির পরিচয় নিশ্চিত করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব আক্তার হোসেন। তিনি জানিয়েছেন, নিহত মেহেদি হাসান রাব্বি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা আজ রোববার সকাল সাড়ে ১০টায় পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভায়নার মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় তাঁদের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালান। 

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিক ও আন্দোলনকারীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীরা ভায়নার মোড় ও পারনান্দুয়ালী এলাকার মহাসড়কে অবস্থান করে দখলে রেখেছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ