হোম > সারা দেশ > সাতক্ষীরা

শিক্ষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় মাদ্রাসাশিক্ষককে ডেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শরিফুল গাজী (৩৮) উপজেলার হরিহর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে এবং শাহাপুর মাদ্রাসার শিক্ষক। অপর নিহত রাজু গাজী (৩৬) একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও ইউপি সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুল গাজীকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসেন।

পরে হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু ঘটে। খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি