হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুজ্জামান সোনা (৩৩) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুজ্জামান সোনা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। তিনি মৎস্যঘের ব্যবসায়ী ও মোটরসাইকেলের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় আশরাফুজ্জামান সোনা মোটরসাইকেল চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করে সামনে গেলে সংঘর্ষ ঘটে। 

ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। পরে দেবহাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আশরাফুজ্জামানকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, মরদেহটি থানায় আছে। এ বিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। 

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১