হোম > সারা দেশ > খুলনা

ভোট সমান হওয়ায় মধ্যরাতে লটারিতে বিজয়ী ইউপি চেয়ারম্যান, পরাজিতের প্রত্যাখ্যান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে দুই প্রার্থী সর্বোচ্চ সমান ভোট পেয়েছেন। এতে তাৎক্ষণিক কাউকে বিজয়ী ঘোষণা না হলেও, মধ্যরাতে ওই প্রার্থীদের মধ্যে লটারি করে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে লটারির সময় তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। 

গতকাল শনিবার উপজেলার রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে এ ঘটনা ঘটে। এতে লটারিতে আবদুল মান্নান বিশ্বাসকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়। তবে পরাজিত প্রার্থী ফল প্রত্যাখ্যান করে আজ রোববার সংবাদ সম্মেলন করেন। 

নির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে ফারুক আলম পান্না ও আব্দুল মান্নান বিশ্বাস পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট। এ ছাড়া আনারস প্রতীকে জামিরুল ইসলাম বাবু পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট, চশমা প্রতীকে মেহেদী হাসান পেয়েছেন ৬৩৬ ভোট এবং টেবিল ফ্যান প্রতীকে আব্দুল মজিদ পেয়েছেন ১৮ ভোট। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, দুই প্রার্থীর অনুপস্থিতিতে রাত ১টা ২০ মিনিটে একটি সাদা বয়ামের ভেতর দুটি ভাঁজ করা চিরকুট রাখা হয়। এক ব্যক্তির চোখ মাফলার দিয়ে বেঁধে ঢাকা হয়। তিনি এক হাত দিয়ে একটি চিরকুট তোলেন। সেই চিরকুটে লেখা নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি আবদুল মান্নান বিশ্বাসকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ অনেকে। 

এ বিষয়ে আবদুল মান্নান বলেন, ‘আমি অসুস্থতার কারণে লটারির সময় উপস্থিত ছিলাম না। তবে আমি লটারিতে বিজয়ী হয়েছি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই রায় মেনে নিয়েছি।’ 

তবে সমান ভোট পাওয়া অন্য প্রার্থী ফারুক আলম আজ রোববার সকালে ইউনিয়নটির রিফায়েতপুর বাজারে নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এই লটারি আমি মানি না। দুই প্রার্থীর উপস্থিতি এবং স্বাক্ষরে লটারি করার বিধান রয়েছে। তাঁদের অনুপস্থিতে কোনো লটারি হতে পারে না। আমি আদালতের দ্বারস্থ হব।’ 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল জানান, বিধিমোতাবেক দুজন প্রার্থীর মধ্যে লটারি করা হয়েছে। লটারির ফলাফল যে প্রার্থীর পক্ষে গেছে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। লটারি করার সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেল বছর অক্টোবর মাসের ১৪ তারিখ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাবলু। এরপর ইউনিয়নটিতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন অফিস। 

তার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় উপনির্বাচন। এতে অংশ নেন আনারস প্রতীকে জামিরুল ইসলাম বাবু, ঘোড়া প্রতীকে আবদুল মান্নান বিশ্বাস, মোটরসাইকেল প্রতীকে ফারুক আলম পান্না, চশমা প্রতীকে মেহেদী হাসান ও টেবিল ফ্যান প্রতীকে আব্দুল মজিদ। 

এদিকে ইউনিয়নটির ২৫ হাজার ৮৮৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২১২ জন এবং নারী ভোটার ১২ হাজার ৬৩৪ জন। ভোট দেন ১৭ হাজার ৮১৩ জন।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে