হোম > সারা দেশ > কুষ্টিয়া

পরীক্ষা দিতে আসা দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে দিল ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি

তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা। আজ বুধবার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান তাঁদের ইবি থানায় সোপর্দ করেন।

থানা হেফাজতে থাকা দুই শিক্ষার্থী হলেন শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন পাশা ও নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন সুইট। তাঁরা দুজনই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ভবনের নিচে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ওই দুই ছাত্রলীগ নেতা পরীক্ষা দিয়ে বের হলে তাঁরা উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। বিভাগের শিক্ষকেরা পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে ক্যাম্পাস থেকে তাঁদের বের করার উদ্যোগ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা উপস্থিত হয়ে তাঁদের নিরাপত্তা দিয়ে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময় ক্যাম্পাসে এই দুই নেতা প্রভাব বিস্তার করেছে। ছাত্র আন্দোলনে দুই নেতা সরাসরি বিরোধিতা করেছেন। এ রকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই তাঁদের ওপর যাতে মব জাস্টিস না হয় সেটাকে গুরুত্ব দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মিলে আমরা তাদের নিরাপদে থানায় সোপর্দ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তাঁদের নামে কোনো অভিযোগ থাকে সে ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা