কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শোক দিবসের আলোচনা শেষে দুইটি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় আগে ঢোকাকে কেন্দ্র করে শেখ রাসেল হলের শিক্ষার্থী আশিক কোরাইশির সঙ্গে কথা-কাটাকাটি হয় জিয়া হলের শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারির ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। এ ঘটনার কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’