হোম > সারা দেশ > সাতক্ষীরা

পেট্রলে অগ্নিদগ্ধ তামান্নার মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তামান্না। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ তামান্না খাতুন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে। গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ ওই তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। তারপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ ঘটনায় তরুণীর বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় মালয়েশিয়াপ্রবাসী সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পেট্রলের আগুনে দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার