হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় চার ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া খোকসায় দিবাগত রাত ২টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ছোট ভাইকে দেখতে গিয়ে চার ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাইয়ের বোনের ছেলে লালু শাহ জানান, রাত দেড়টার দিকে ছোট মামা সাল্লেক শাহ (৬৫) বাড়িতে অসুস্থতা বোধ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর শুনে আজ ভোরে মৃত ছোট ভাইকে দেখতে যান বড় ভাই মালেক শাহ (৭০)। সেখানে তিনি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, নিহত দুই ভাইয়ের বাবার নাম মৃত করিম শাহ। 

নিহত মালেকের স্ত্রী আকলিমা জানান, রাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর মালেককে জানানো হয়নি। ভোরে ঘুম ভাঙার পর খবর শুনে প্রতিবেশীর বাড়িতে রাখা ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে ছুটে যান। সেখানে অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা