হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আকিজ লস্কর (৩৭), আকাশ মণ্ডল (২২) এবং আব্বাস আলী। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আকিজ ও আকাশের বাড়ি ঘোড়ামারা গ্রামে এবং আব্বাসের বাড়ি বাজিতপুরে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী অফিস ও অফিসের সামনে তাঁর সমর্থকেরা বসে ছিলেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর সমর্থকেরা সেখানে হামলা চালান। তাতে অন্তত ছয়জন আহত হন। 

হাসপাতালে ভর্তি আকিজ লস্কর বলেন, ‘আমরা মহুলের নির্বাচনী অফিসে বসে ভোট নিয়ে কথা বলছিলাম। তখনই মেরাজ মণ্ডল, শফিসহ নৌকার সমর্থক ২০-২৫ জন এসে মারধর শুরু করেন।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোঁয়া ঈসরাইল বলেন, হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত নেই। তবে মারধরের আঘাতের চিহ্ন আছে। তাঁরা শঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার