হোম > সারা দেশ > সাতক্ষীরা

চলে গেল ‘রক্তযোদ্ধা’ রিয়াজুলও

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রসূতির জন্য রক্ত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত রিয়াজুল ইসলাম (১৭) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত রোববার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এ নিয়ে সেই দুর্ঘটনায় ছয়জন নিহত হলো।

জানা গেছে, গত ১০ মে জেলার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী প্রসূতি তানজিলা খাতুন (৪০) গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্সযোগে নেওয়া হচ্ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে ছিল রিয়াজুল ইসলাম ও তাজিজুল ইসলাম নামের দুজন ব্লাড ডোনারসহ স্বজনেরা।

বেলা ৩টার দিকে অ্যাম্বুলেন্স সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার মির্জাপুর শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে নবজাতক, প্রসূতি মা, জামাতা ডালিম, ব্লাড ডোনার তাজিজুল ইসলামসহ পাঁচজন প্রাণ হারান। আহত হয় রিয়াজুল ইসলাম।

নিহত প্রসূতির স্বামী আলাউল ইসলাম বলেন, আহত রিয়াজুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে সে মারা যায়।

জানা গেছে, সাতক্ষীরা সদরের জাহানাবাজ মাদ্রাসার ছাত্র রিয়াজুল ইসলাম এলাকায় ‘রক্তযোদ্ধা’ হিসেবে পরিচিত ছিল।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ