হোম > সারা দেশ > খুলনা

ক্লাসে ফেরেননি কুয়েট শিক্ষকেরা, কাল সিদ্ধান্ত, হতাশ শিক্ষার্থীরা

খুলনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকেরা। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরলেও একাডেমিক কার্যক্রম চালু না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা।

আজ সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে সকাল সাড়ে ১০টায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। বৈঠকের পর শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, তাঁরা আগামীকাল সোমবার সভা করে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মন খারাপ।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আমাদেরও দাবি ছিল সব ঘটনার সুষ্ঠু বিচার হোক। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা লং প্রক্রিয়া। আমরা চাই ক্লাসও শুরু হোক, পাশাপাশি বিচারপ্রক্রিয়াও চলতে থাকুক। আমরা শিক্ষকদের কাছে প্রয়োজনে ক্ষমা চাইব। আমরা স্যারদের পা ধরে ইনডিভিজুয়্যালভাবে ক্ষমা চাইতে রাজি আছি।’

রাহাতুল ইসলাম বলেন, নতুন তদন্ত কমিটির মাধ্যমে অন্যায়ভাবে যাঁরা ক্যাম্পাসে পলিটিকস ঢোকাতে চেষ্টা করেছেন, যাঁরা দেড় শতাধিক শিক্ষার্থীকে আহত করেছেন, তদন্তের মাধ্যমে এটার সুষ্ঠু ও ন্যায়বিচার হোক—এটা প্রত্যেক শিক্ষার্থীর দাবি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সাবেক ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার আগের সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষক সমিতি।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা