হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারটিলার ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আইনুর বিশ্বাস (২১)। আজ শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

গতকাল শুক্রবার সকালে কার্পাসডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আইনুর দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আইনুর তাঁর চাচা মামিম হোসেনের বিয়ের গাড়ি সাজানোর জন্য মোটরসাইকেলে কার্পাসডাঙ্গা বাজারে ফুল কিনতে গিয়েছিলেন। ফুল কিনে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গার কোমরপুর ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারটিলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার