হোম > সারা দেশ > খুলনা

উপজেলা পরিষদ নির্বাচন: অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি

ভোটে অনিয়মের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রিসাইডিং কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিত দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অব্যাহতি প্রাপ্ত ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের একটি কক্ষে আটক করে রেখে ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা বলেন, ‘বিক্ষিপ্ত কিছু অভিযোগ পাওয়া গেলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৯৯৬ জন।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক