মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে ছকিরন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামের শুরুজ শেখের স্ত্রী। গতকাল রোববার বিকেলে উপজেলার ঘুল্লিয়া ঠাকুর পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ঘুল্লিয়া গ্রামের ঠাকুর পাড়া এলাকায় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ছকিরন বেগম নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর বড় ছেলে মাসুদ রানা মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন, বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে উঠানে কাজ করা অবস্থায় ছকিরনের শরীর ঝলসে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।