বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার। গতকাল শনিবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে হিটলার গোলদারের মনোনয়ন নিশ্চিত হওয়া গেছে।
ফলে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে তিনি নির্বাচন করবেন।
এর আগে ফকিরহাটে গত ২ অক্টোবর আওয়ামী লীগের বর্ধিত তৃণমূল সভায় নৌকার একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট হিটলার গোলদারের নাম প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সমর্থন করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
হিটলার গোলদার বলেন, `আসন্ন মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে আবারও নৌকা প্রতীক প্রদান করার জন্য কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি মহোদয়, উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি ও উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব স্বপন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তারসহ ফকিরহাট উপজেলা আওয়ামী লীগকেও ধন্যবাদ জানাই। আমি আবার নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।'