হোম > সারা দেশ > খুলনা

প্রতিবেশীকে শায়েস্তা করতে সরকারি রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ 

ডুমুরিয়া প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনন্দ মণ্ডল ও নিখিল মণ্ডল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনটি পরিবার চার দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

অবরুদ্ধ হয়ে পড়া গোপাল ঢালীর ছেলে প্রশান্ত ঢালী অভিযোগ করে বলেন, তাঁরা একই পাড়ায় বেশ কিছু পরিবার মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সামান্য তর্কবিতর্কের জেরে প্রতিবেশী অতুল মণ্ডলের ছেলে প্রভাবশালী আনন্দ মণ্ডল ও তাঁর সহযোগী নিখিল মণ্ডল রাস্তাটি রাতে বাঁশের বেড়া ও ইট দিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে। ইট বিছানো সরকারি ওই রাস্তা দিয়ে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এখন অবরুদ্ধ হয়ে ডিঙি নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। 

প্রশান্ত ছাড়াও অবরুদ্ধ হয়ে পড়া ধীমান ঢালী ও গুরুপদ মজুমদারের পরিবার এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। 

এ ব্যাপারে প্রভাবশালী আনন্দ মণ্ডল বলেন, প্রশান্ত ঢালী তাঁকে নিয়ে আজেবাজে কথা বলেছেন। এ কারণে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রশান্ত তাঁর কাছে ক্ষমা না চাইলে ওই রাস্তা অবরুদ্ধ থাকবে।  

ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, তিনি আনন্দ মণ্ডলকে রাস্তা খুলে দিতে বলেছেন। এরপর কী হয়েছে, তাঁকে কেউ কিছু জানায়নি। 

ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা