হোম > সারা দেশ > সাতক্ষীরা

ইজিবাইকের চাকায় জড়িয়ে চামড়াসহ চুল উঠে খুলি বেরিয়ে গেছে ঝুম্পার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।

জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।

ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার