হোম > সারা দেশ > সাতক্ষীরা

ইজিবাইকের চাকায় জড়িয়ে চামড়াসহ চুল উঠে খুলি বেরিয়ে গেছে ঝুম্পার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।

জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।

ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।

কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার