হোম > সারা দেশ > খুলনা

তেরখাদায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার কর্মী নিহত

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় বিদ্রোহী প্রার্থীর নেতৃত্বে ও তাঁর কর্মী-সমর্থকদের অতর্কিত হামলায় নৌকার কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শিকদারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে আজ রোববার তেরখাদার ছয়টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নিহত বাবুল শিকদার (৪০) তেরখাদার মধুপুর ইউনিয়নের কোলা গ্রামের সিরাজ শিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে মধুপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কাজী কামালের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী কোলা গ্রামে ভোট চাইতে ঢোকেন। সেখানে আগে থেকেই নৌকা প্রতীকের শেখ মো. মুহসিনের ৮-১০ জন কর্মী-সমর্থক নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় দুই গ্রুপ হঠাৎ মুখোমুখি হয়ে যায় এবং তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্রোহী প্রার্থী কাজী কামালের কর্মী ও সমর্থকেরা অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র, হাতুড়ি ও লাঠিপেটায় নৌকার কর্মী বাবুল শিকদার নিহত হন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। 

ঘটনার সত্যতা স্বীকার করে তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার