হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে।

মো. কামাল খুলনা সদর থানার মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, ইফতারের পর কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসেন। এর কিছুক্ষণ পর ৬-৭টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাঁকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। যাওয়ার আগমুহূর্তে তাঁকে উদ্দেশ্য করে পরপর দুটি গুলি করে। দুটি গুলিই কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আঁচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে কামালকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শনে যাই। দুর্বৃত্তরা কামালের ডান ও বাঁ পায়ের তিনটি স্থানে এবং ডান হাতের কবজিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডান ও বাঁ পায়ের ঊরুতে দুটি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। বিভিন্ন অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার