হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. কামাল (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার নগরীর পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে।

মো. কামাল খুলনা সদর থানার মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, ইফতারের পর কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসেন। এর কিছুক্ষণ পর ৬-৭টি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাঁকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। যাওয়ার আগমুহূর্তে তাঁকে উদ্দেশ্য করে পরপর দুটি গুলি করে। দুটি গুলিই কামালের নিতম্বে বিদ্ধ হয়। স্থানীয়রা বিষয়টি আঁচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে কামালকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘হতাহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শনে যাই। দুর্বৃত্তরা কামালের ডান ও বাঁ পায়ের তিনটি স্থানে এবং ডান হাতের কবজিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ডান ও বাঁ পায়ের ঊরুতে দুটি গুলি করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহত কামাল মাদক মামলার আসামি। বিভিন্ন অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা