মাগুরার মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া হাইস্কুল মাঠে ডুমুরশিয়া বাজার বণিক সমিতি এ খেলা আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরা ও মানুষকে আনন্দ দিতেই এই খেলার আয়োজন করা হয়।
প্রতিবছর ১৬ কার্তিক এ লাঠি খেলা হয়। এই খেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এ বছর ১০৪তম মেলা অনুষ্ঠিত হয়।
লাঠিয়াল বাদশা সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি টিকে থাকবে।’
বাবুখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, বর্তমান ক্রিকেট ও ফুটবলের জনপ্রিয়তায় কোণঠাসা হয়ে পড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলাকে গ্রামবাংলার বুকে ধরে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।