হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া হাইস্কুল মাঠে ডুমুরশিয়া বাজার বণিক সমিতি এ খেলা আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরা ও মানুষকে আনন্দ দিতেই এই খেলার আয়োজন করা হয়। 

প্রতিবছর ১৬ কার্তিক এ লাঠি খেলা হয়। এই খেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এ বছর ১০৪তম মেলা অনুষ্ঠিত হয়। 

বাদ্যের তালে তালে নেচে লাঠি খেলে শারীরিক কসরত প্রদর্শন করেন লাঠিয়ালরা। প্রতিপক্ষকে আক্রমণ করা বা আক্রমণ ঠেকানোর কৌশল দেখাতে থাকেন তাঁরা। লাঠি খেলার মূল আকর্ষণ ছিল খুদে নারী লাঠিয়ালরা। 

লাঠিয়াল বাদশা সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি টিকে থাকবে।’ 

মেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, বর্ণিল সাজে লাঠি হাতে ১৩টি দল অংশ নেয় এই খেলায়। লাঠি খেলা ও গ্রাম্য মেলায় দর্শনার্থীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। 

বাবুখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, বর্তমান ক্রিকেট ও ফুটবলের জনপ্রিয়তায় কোণঠাসা হয়ে পড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলাকে গ্রামবাংলার বুকে ধরে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ