হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত সৈয়দ আলীর বাড়ি জাঙ্গালিয়া গ্রামে।

শিশুটির দাদা বলেন, ‘গতকাল বিকেলে আমার ছেলের মেয়ে প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে যায়। এ সময় সৈয়দ আলী তাকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যায় সৈয়দ আলী।’

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু আহসান জানান, শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘মেয়েটির দাদা আমাকে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। ওই শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, শিশুটি চিকিৎসাধীন। আসামি সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ