বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে সাজিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুর থেকে পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাজিম শহরের আদর্শপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।
শিশু সাজিমের নানি জয়না খাতুন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় সাজিম। মাঝেমধ্যেই সে খেলতে বের হতো। এরপর বাড়ি ফিরে না এলে তার খোঁজে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। পরে ফজরের নামাজের পর পুকুরে সাজিমের মৃতদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক জাকারিয়া হাওলাদার জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। শিশুটির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। হয়তো খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।