হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০ ভরি সোনার গয়না, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের ছেলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ‘একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। পুলিশ এ বিষয়ে যথাযথ নেবে।’ 

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ জানান, গতকাল রাত ২টার দিকে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর তিন ভাইয়ের ঘরে গিয়ে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা। 

সুভাষ চন্দ্র ঘোষ আরও জানান, গতকাল রাত ৪টা পর্যন্ত লুটপাটের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল, ১০ ভরি সোনার গয়নাসহ ২০ লাখ টাকা লুটপাট হয়েছে বলে দাবি তাঁর। এ ছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি