হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০ ভরি সোনার গয়না, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের ছেলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ‘একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতেরা। পুলিশ এ বিষয়ে যথাযথ নেবে।’ 

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ জানান, গতকাল রাত ২টার দিকে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাঁর তিন ভাইয়ের ঘরে গিয়ে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে লুটপাট চালায় ডাকাত দলের সদস্যরা। 

সুভাষ চন্দ্র ঘোষ আরও জানান, গতকাল রাত ৪টা পর্যন্ত লুটপাটের ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল, ১০ ভরি সোনার গয়নাসহ ২০ লাখ টাকা লুটপাট হয়েছে বলে দাবি তাঁর। এ ছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের