হোম > সারা দেশ > নড়াইল

ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে মারা গেলেন স্বামী ও স্ত্রী

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী জাফর মামুন (৭২) ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৬২) নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বাড়ি কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ায়। এ সময় ইজিবাইকচালক বাবুল শরীফ (৬৫) গুরুতর আহত হন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালিয়া পৌরসভা এলাকার বড় কালিয়া বেপারীপাড়ার বাসিন্দা জাফর মামুন ও তাঁর স্ত্রী মর্জিনা ইজিবাইকযোগে কালিয়া থেকে বড়দিয়া মহাজনের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মামুন ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ