হোম > সারা দেশ > খুলনা

আশ্রয়ণের ঘর বরাদ্দের দলিল পেলেও দখল পাচ্ছেন না দেবাশীষ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় একটি ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘরের দলিল পেয়েও দখল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে আশ্রয়ণ প্রকল্পে ৭৬টি ঘর নির্মাণ করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করা হয়। রামকৃষ্ণপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর দেবাশীষ সাহাও একটি ঘর বরাদ্দ পান, যার দলিল নম্বর ৬৪১/ ২১। দেবাশীষকে দলিলটি দেওয়ার তারিখ ২১ জানুয়ারি ২০২১। অথচ দুই বছর পেরিয়ে গেলেও দেবশীষ সাহা তাঁর ঘর পাননি। ঘরের দখল পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না। 

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীর ছত্রছায়ায় বৈধ দলিলপত্র ছাড়াই অন্তত ১২টি ঘর দখল করে কিছু পরিবার বাস করছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, ৭৬টি ঘরের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ঘরেই বসবাস করে না বরাদ্দ পাওয়া পরিবারগুলো। অন্য জায়গায় নিজস্ব বাড়িতে বাস করলেও তালা লাগিয়ে আশ্রয়ণের ঘর দখলে রেখেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে