হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালী সংগীত বিদ্যালয়ের ৩০ বছর পূর্তিতে ২৭ জনকে সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, ২৭ জনকে সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। 

গতকাল রাত ৮টায় বিদ্যালয় চত্বরে কর্মসূচি আয়োজন করে ঢাকার কুমারখালী সংগীত বিদ্যালয় ও চরণ লোকশিল্পী দল। চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় সংগীত পরিবেশন করেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. শুকুর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশন রঞ্জিত কুমার তালুকদার। আরও বক্তব্য দেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন, কুষ্টিয়া বোধদয়ের সভাপতি লালিম হক প্রমুখ। 

কুমারখালী সংগীত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহা. আব্দুর রফিক বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৩০ বৎসর উদ্যাপন উপলক্ষে ২৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গভীর রাত পর্যন্ত সংগীত পরিবেশ করেন জনপ্রিয় সংগীত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়সহ অনেকে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার