হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালী সংগীত বিদ্যালয়ের ৩০ বছর পূর্তিতে ২৭ জনকে সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, ২৭ জনকে সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। 

গতকাল রাত ৮টায় বিদ্যালয় চত্বরে কর্মসূচি আয়োজন করে ঢাকার কুমারখালী সংগীত বিদ্যালয় ও চরণ লোকশিল্পী দল। চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় সংগীত পরিবেশন করেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. শুকুর আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশন রঞ্জিত কুমার তালুকদার। আরও বক্তব্য দেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরিফ হোসেন, কুষ্টিয়া বোধদয়ের সভাপতি লালিম হক প্রমুখ। 

কুমারখালী সংগীত বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহা. আব্দুর রফিক বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৩০ বৎসর উদ্যাপন উপলক্ষে ২৭ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। গভীর রাত পর্যন্ত সংগীত পরিবেশ করেন জনপ্রিয় সংগীত শিল্পী চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়সহ অনেকে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার