সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাসিন্দা ফাতিমা জান্নাত মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ৩ হাজার ৬০০তম অবস্থান নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। ফাতিমা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দিনমজুর আবুল কালাম গাজী ও ওজিলা বেগম দম্পতির সন্তান।
ফাতিমা জান্নাতের পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই অদম্য মেধাবী ছিলেন তিনি। ২০১৪ সালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তিনি ভর্তি হন হাদীপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
২০২০ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ফাতিমা ভর্তি হন সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে। সেখান থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে খুলনায় মেডিকেল ভর্তি কোচিং করেন তিনি।
ফাতিমা জান্নাতের মা ওজিলা বেগম বলেন, তাঁর দুই মেয়ের মধ্যে ফাতিমা জান্নাত ছোট। পড়াশোনার প্রতি ছোটবেলা থেকেই অনেক আগ্রহ ছিল তাঁর। তাঁর বাবা দিনমজুরের কাজ করেন আর তিনি গৃহিণী। মেয়ের আগ্রহ দেখে অনেক কষ্ট করে পড়াশোনার খরচ চালিয়েছেন তাঁরা।
ওজিলা বেগম আরও বলেন, ‘আজ সেই কষ্টের ফল মহান আল্লাহর রহমতে পেয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমার মেয়ে ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে পারে।’