হোম > সারা দেশ > সাতক্ষীরা

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

খুলনার কলারোয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলারোয়া প্রাণিসম্পদ অফিসের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক আবু রায়হান (২০) উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের শাহজাহান মোড়ল মুহুরীর ছেলে। তিনি কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভকেশনাল বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ 

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, ‘ভোমরা থেকে আসা যশোরমুখী পণ্যবাহী ট্রাকে বেপরোয়া গতিতে আসা ফিজার মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে রায়হান ট্রাকের পেছনের চাকার সঙ্গে আটকে বেশ কিছু দূর চলে যান। এতে তাঁর পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙে, থেঁতলে যায়। মারাত্মক আহতাবস্থায় তাঁকে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক কলারোয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে স্বাস্থ্যের অবনতি হয়। তখন কর্তব্যরত ডাক্তার গাজী আশিক বাহার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুজন কুমার দাস তাঁকে সাতক্ষীরায় রেফার করেন।’ 

নিহত যুবকের ভগ্নিপতি কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত আবু রায়হানকে কলারোয়া হাসপাতাল থেকে সাতক্ষীরায় রেফার করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

হাবিবুর রহমান আরও বলেন, রায়হান বেপরোয়া মোটরসাইকেল চালানোয় এর আগেও ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়েছেন। নিষেধ না শোনাই কাল হলো তাঁর। আজ শুক্রবার দুপুরে বাটরা মাদ্রাসা চত্বরে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এ ঘটনায় থানায় কারোর বিরুদ্ধে মামলা বা অভিযোগ দায়ের করবেন না বলেও জানিয়েছেন তিনি ৷ 

এদিকে দুর্ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকসহ ট্রাকের ড্রাইভার কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের মায়েনদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও হেলপার সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের আব্দুল মতিন মঈন উদ্দিনকে (২৩) আটক করেছে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দীন মৃধা জানান, এ বিষয়ে পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ৷ সম্প্রতি কলারোয়া উপজেলা সদরসহ আশপাশের এলাকায় কিছু অল্পবয়সী কিশোর-যুবককে অতি বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যাচ্ছে। হেলেদুলে রেসিং স্টাইলে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে ৷ 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি