হোম > সারা দেশ > নড়াইল

দুই নাতিকে হারিয়ে দাদা বললেন, ঘর খালি হয়ে গেল

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে পানিতে ডুবে রিয়ান শেখ (২০ মাস) ও রাহাদ শেখ (২১ মাস) নামের দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার সকালে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশু দুটি মারা যায়।

আজ বেলা ১১টার দিকে মরদেহ পানিতে ভেসে ওঠার পর স্বজনেরা তাদের উদ্ধার করে। নিহত রিয়ান আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ সৌদিপ্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়ানের মা মরিয়ম বেগম জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে ডোবার পানিতে ডুবে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুজি করতে থাকেন। বেলা ১১টার দিকে মরদেহ দুটি পানিতে ভাসতে দেখে স্বজনেরা গিয়ে উদ্ধার করেন। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিতত শিশুদের দাদা শফি শেখ বলেন, ‘সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হই। বেলা ১১টার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই নাতি (দুই ছেলের দুই সন্তান) পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটলিয়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা