হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফিরোজ (২৪) ও সামিউল (২১) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই রাজবাড়ী জেলার পাংশা এলাকার রেজাউল মণ্ডলের পুত্র। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী জানান, ঈদ উপলক্ষে তাঁরা দুজন সিএনজিযোগে পাংশা থেকে কুষ্টিয়ায় বেড়াতে যাচ্ছিলেন। পথে পাংশা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সিএনজিটিকে সামনে থেকে প্রবল বেগে ধাক্কা দেয়। একে সিএনজিটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফিরোজ এবং সামিউল নামের দুজন নিহত হন। নিহতেরা আপন ভাই।

ইদ্রিস আলী আরও জানান, এ সময় সিএনজির চালকসহ আরও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ফিরোজ ও সামিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার