সাতক্ষীরার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের বাড়ি থেকে আঁখি নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘নিহতের হাতে একটা দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণটি সঠিক ভাবে বলা যাচ্ছে না, ময়নাতদন্তের পর বিষয়টি খোলসা হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’