খাগড়াছড়িতে গেল ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৪৫ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২৯ জন, মাটিরাঙ্গায় ১ জন, রামগড়ে ২ জন, পানছড়িতে ৬ জন, দীঘিনালায় ৪ জন, মহালছড়িতে ৩ জন ও লক্ষ্মীছড়িতে জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩৮ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ১৭৮ জন। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে করোনা রোগীর সংখ্যা ৩৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।