হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সিনেমাহল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফেনী-র‍্যাব ৭। এ ঘটনায় বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেছেন র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আব্দুর রহিম মিলন (২৭) ও আমানুল হক সোহেল। 

র‍্যাব ৭ এজাহারে জানায়, খাগড়াছড়ির রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুজন অবস্থান করছে-এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং আমানুল হক সোহেলে কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। 

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৫। 

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক