হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কিশোরের নাম এমদাদুল ইসলাম আবীর (১৪)। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আবীর রামগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত অলি আহম্মেদের ছোট ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আবীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রেমিকার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শামীম জানান, বেশ কিছুদিন ধরে ফেসবুকে এক কিশোরীর সঙ্গে আবীরের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমের খবর পরিবারে জানাজানি হয়। পরবর্তীতে পরিবার মেনে না নেওয়ায় তার প্রেমিকা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে হতাশাগ্রস্ত হয়ে অভিমানে সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

আবীরের বড় ভাই শিহাব উদ্দিন বলেন, ‘আমার জানা মতে তার কোনো শত্রু ছিল না।’

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার সত্যতা জানা যাবে।

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট