হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পার্বত্য চুক্তির ধারা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চুক্তিতে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় পার্বত্য চট্টগ্রামে তৎকালীন শান্তিবাহিনী রক্তের হোলি খেলায় মেতে ছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি হলে অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার অবসান ঘটে।’ 

তিনি আরও বলেন, ‘পার্বত্য চুক্তির ২৫ বছর কেটে গেছে। এর পরও চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন করছে সরকার। ইতিমধ্যে ৮০ শতাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগেই বলা হয়েছে চুক্তি হচ্ছে পাহাড়ে শান্তি স্থাপনের একটি আকাঙ্ক্ষা। কিন্তু সেই চুক্তিতেই এমন কিছু ধারা সংযোজিত হয়েছে, যা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত বহু আইনের সঙ্গে সাংঘর্ষিক।’ 

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তাহের, যুগ্ম-সম্পাদক সোলায়মান হোসেন, সহসাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, জেলা সভাপতি মো. আব্দুল মজিদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ