খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আজ সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৩০ শতাংশ। এ সময় করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। করোনা শনাক্তদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের ১৩ জন, মাটিরাঙ্গার ৮ জন, দীঘিনালার ৩ জন এবং পানছড়িতে ১ জন রয়েছেন।
চলতি মাসে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৩৪২ জনের। তাঁর মধ্যে ৬৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন
এর আগে গতকাল রোববার খাগড়াছড়িতে করোনা শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৩০ শতাংশ।