হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোগাং ইউনিয়নের পাগুজ্জ্যা ছড়ি-কমল কৃষ্ণ কারবারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বরুণ বিকাশের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম। তিনি বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।’ 

স্থানীয়রা জানান, বরুণ বিকাশ চাকমা স্থানীয় একটি দরজি দোকানের মালিক। গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের পাশে ওত পেতে থাকা তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করে। এরপর তারা পালিয়ে যায়। তারা যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। 

স্থানীয় বাসিন্দা কমল জয় চাকমা বলেন, ‘বরুণ বিকাশ চাকমা পোশাক তৈরি ও কাপড় সেলাইয়ের কাজ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তবে একসময় তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’ 

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পূর্ণ জীবন চাকমা বলেন, ‘পাহাড়ে নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। কখন কে বা কারা এসে কাকে মেরে যায় এই ভয়ে শঙ্কিত।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ