হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়ডলু এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা। আহত শাহিন একই উপজেলার বিবিরহাটের বাসিন্দা শাহ আলম চৌধুরীর ছেলে।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়ি যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হয়েছেন। ঘটনার পরপর ট্রাকসহ পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক