হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ‘শেখ রাসেল দিবস’ উদ্‌যাপিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি), প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 'শেখ রাসেল দিবস' উপলক্ষে চলছে নানান কর্মসূচি। আজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এ প্রতিপাদ্যকে ধারণ করে 'শেখ রাসেল দিবস' পালন করা হচ্ছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই সময় কেক কেটে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেন। 

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রসিদ ফরাজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোরশেদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। আলোচনা সভা সঞ্চালনা করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন লিটন। 

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কান্ত মণি ত্রিপুরা, পৌর ছাত্রলীগ আবদুর রাজ্জাক, মাটিরাঙ্গা উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের সহসভাপতি আবদুল হাই সৌরভসহ প্রমুখ।

এ ছাড়া সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা শেখ রাসেল সৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক