হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রধান শিক্ষিকার ওপর হামলার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরাকে মারধর করে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করা হয়। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল গেট ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে আবেদন নিয়ে যান প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে গেলে তিনি আবেদনটি নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মৌসুমি ত্রিপুরাকে মারধর শুরু করেন সুভায়ন খীসা। মারধরে গুরুতর আহত হয়ে বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান বলেন, ‘অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি ত্রিপুরা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাকে বিয়ের কথা দাবি করলেও মামলার এজাহারে তা উল্লেখ করেননি। 

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন। তিনি জানান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন গুইমারা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ এবং উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ