হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ সভাপতি পদ থেকে অব্যাহতি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির আলী ভূঁইয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান ও সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে আব্দুল গনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। দলের সভাপতি পদে থাকা অবস্থায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জমির আলী ভূঁইয়াকে অব্যাহতি ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়। 

এ বিষয়ে সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জমির আলী ভূঁইয়া বলেন, ১৯৭৮ সালে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি। ৪০ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আমার সংসার। বারবার আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমি জনগণের চাপেই এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছি।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ