হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ১ কোটি টাকার মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। 

আজ রোববার জোন সদরে বিজিবির সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে গতকাল শনিবার বিজিবির-৪৩ ব্যাটালিয়নের আওতাধীন কাঁশিবাড়ী বিওপির আওতাধীন খেদাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। 

বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে জানায়, খেদাব্রিজ এলাকায় চোরাকারবারিদের ভারত মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ১৪টি কোম্পানির ৩২০টি মোবাইল ফোন জব্দ করে। জব্দ করা মোবাইলের মূল্য প্রায় ১ কোটি টাকা। মোবাইলগুলো সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, অবৈধ এ চালানের মূল হোতাকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোন এলাকার যাবতীয় অপরাধ কর্মকাণ্ড দমনে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক